ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

পাকিস্তানে ফের নতুন নির্বাচনের দাবি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২২, ৯ মে ২০২৪ | আপডেট: ১৬:৫০, ১০ মে ২০২৪

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ফের নতুন করে নির্বাচনের দাবি তুলেছেন জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউআই-এফ) নেতা মাওলানা ফজলুর রহমান। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ‘ব্যাপক কারচুপি ও অনিয়মের’ অভিযোগ তুলেছেন তিনি। করাচিতে একটি জনসমাবেশে ফজলুর রহমান একথা বলেন বলে এআরওয়াই নিউজ জানিয়েছে।

সিন্ধু পরিষদ ও প্রেসিডেন্ট হাউসসহ দেশের জাতীয় পরিষদ বিক্রি হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অখণ্ডতা সমুন্নত রাখতে অবিলম্বে পুনরায় নির্বাচন জরুরি। সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বান জালিয়াতি হয়েছে। যে কারণে নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য। জনগণের মত প্রতিফলিত ও তাদের ম্যান্ডেটকে সম্মান জানায় এমন নতুন নির্বাচনের দাবি করেন ফজলুর রহমান।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ফিলিস্তিনকে সমর্থন করা এবং ইসরায়েলের বিরোধিতা করার জন্য আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করার জন্য আমাদের শাস্তি দেওয়া হচ্ছে।”

সংবিধান অনুযায়ী শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ফজলুর রহমান বলেন, জমিয়ত উলেমা-ই-ইসলামের সংগ্রাম দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের উত্তরসূরিরা সংগ্রাম চালিয়ে যাবে।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি